দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে আরও ৩৯ জন করোনা পজিটিভ

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭৭।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৪, নাচোলে ৪, শিবগঞ্জ উপজেলায় ২, গোমস্তাপুরে ১৪ ও ভোলাহাটে পাঁচজন রয়েছেন। এদিকে ভারত হতে এখন পর্যন্ত আসা ৮০ বাংলাদেশির মধ্যে দুইজন করোনা পজিটিভ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, জেলা হাসপাতাল এবং নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১১৩ জনের মধ্যে ৩৯ জনে পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তাদের উপসর্গ না থাকায় শুক্রবার (২৮ মে) সকাল থেকে বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হচ্ছে।

Advertisement

আর জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া এক হাজার ১১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া মারা গেছে ২৮ জন।

এএইচ/জেআইএম