ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জোয়ারে ভেসে আসা দুই হরিণ শাবককে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত শাবক দু’টিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মনপুরার কালকিনির (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে হরিণ দু’টিকে দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে বনবিভাগের একটি দল।
আগামী শনিবার (২৯ মে) বিকেলে তাদের বনে অবমুক্ত করা হবে বলে জানান মনপুরার কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা।
তিনি জাগো নিউজের কাছে বলেন, জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে ঢুকে পড়ে। এসময় হরিণ দু’টি ভেসে আসে এখানে।
Advertisement
বৃহস্পতিবার দুপুরের দিকে আমাদের কেওড়া বাগানের টহল টিম হরিণ দু’টি দেখতে পেয়ে উদ্ধার করে। পরে আমরা হরিণ শাবক দুইটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি।
উদ্ধারকৃত হরিণের মধ্যে পুরুষ হরিণটির বয়স প্রায় পাঁচ মাস ও অপর মায়া হরিণের বয়স প্রায় ৮ মাস হবে বলে জানান তিনি।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জিকেএস
Advertisement