ভারতজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাস। ইতোমধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা দিতে রাজ্যগুলোকে চিঠি দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গুজরাটে ধরা পড়েছে অ্যাসপারজিলোসিস নামে নতুন এক ধরনের ছত্রাকের সংক্রমণ। ব্ল্যাক ফাঙ্গাসের মতো সাধারণভাবে এই ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে।
Advertisement
বৃহস্পতিবার (২৮ মে) গুজরাটে এমন আটটি সংক্রমণ ধরা পড়ার কথা জানা গেছে। সংক্রমিত সবাইকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ছে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের মতো প্রাণঘাতী না হলেও অবহেলা করলে এই সংক্রমণ থেকেও মৃত্যু হতে পারে।
ভারতীয় করোনা বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি বলেন, ‘যারা কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকিৎসাধীন তাদের মধ্যে এই সংক্রমণ দেখা যাচ্ছে। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণঘাতী নয়। কিন্তু এটার থেকেও মৃত্যু হতে পারে।’
Advertisement
এমনিতে অ্যাসপারজিলাস ছত্রাক খুব সাধারণ একটি ছত্রাক। কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাকই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এ ছত্রাক সংক্রমণের কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করেছেন করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকে। কাঠগড়ায় তুলছেন এজন্য। তাদের মতে, স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বিপদ ডেকে আনছে।
এদিকে, ভারতে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি এখনও ভয়াবহ। গত এপ্রিল থেকেই দেশটি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত।
এসএস/জিকেএস
Advertisement