জাতীয়

চট্টগ্রামে একদিনে আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৮২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।

Advertisement

এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৩ জনে। আর মৃত্যু বেড়ে হয়েছে ৬০৮ জনে।

শুক্রবার (২৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৫৮৭ নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬০ জন ও উপজেলার ২২ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৩ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে তিনজনের করোনা শনাক্ত হয়।

মিজানুর রহমান/জেডএইচ/জিকেএস

Advertisement