ভারতের পশ্চিমবঙ্গে হঠাৎ করেই কমে গেছে করোনা পরীক্ষা। ফলে রাজ্যটিতে দৈনিক শনাক্তের সংখ্যাও কমেছে।
Advertisement
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪৬ জন। যা গত ২৩ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। এর আগে ২৬ মে শনাক্ত হয়েছিল ১৬ হাজারের বেশি করোনা রোগী।
রাজ্যটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ৩১ হাজার ২৪৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আরও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৯৭৫ জন।
Advertisement
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানা যায়।
রাজ্যটিতে দৈনিক শনাক্তের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা (২,৯৭৫) এবং কলকাতা (১,৪৮৯)। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১,০৯৪) এবং হাওড়া (১,০৪৯)।
আর দার্জিলিংয়ে করোনা শনাক্ত হয়েছে ৭১০ জন, নদিয়া ৬৯১, পশ্চিম বর্ধমান ৬৮৪, জলপাইগুড়ি ৬৮২, এবং হুগলিতে ৫৯৬ জন।
এর আগে বুধবার (২৬ মে) রাজ্যে করোনা পরীক্ষা হয়েছিল ৬৩ হাজার ৯৭৬ জনের। বৃহস্পতিবার পরীক্ষা কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ১৬৫ জনের। ফলে সংক্রমণের হার ২৮ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৩ শতাংশ।
Advertisement
এছাড়া পশ্চিমবঙ্গের গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ হাজার ১২১ জন। মোট সুস্থের সংখ্যা ১১ লাখ ৯৯ হাজার ১২০ জনে।
সূত্র: আনন্দবাজার, নিউজ১৮
জেডএইচ/জিকেএস