আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় ছেলে পৌর বিএনপির ৫নং ওয়ার্ড-এর সদস্য অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত।বৃহস্পতিবার বেলা ১১টায় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রাজবাড়ী এসে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীবৃন্দ তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়।এসময় অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত এক প্রতিক্রিয়ায় বলেন, এ পৌরসভার সফল মেয়র ছিলেন তার বাবা রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি রাজবাড়ী পৌরসভার রূপকার হিসেবে পরিচিত। তার বাবার হাতের ছোঁয়া রয়েছে রাজবাড়ী পৌরসভার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। মেয়র থাকাকালে তার বাবার সব স্বপ্ন পূরণ হয়নি, এখনো পৌরবাসীর কল্যাণে অনেক স্বপ্ন বাকি রয়েছে। তাই তিনি বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তিনি আশা করেন পৌরবাসী তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাকে আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে পৌর মেয়র হিসেবে স্বীকৃতি দেবে।তিনি আরও বলেন, নতুন প্রজন্মই তার অনুপ্রেরণার মূল উৎস। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে তিনি কম্পিউটার, ইন্টারনেট টেকনোলজি নিয়ে কাজ করবেন। নির্বাচিত হলে পৌরসভার মধ্যে থাকা কলেজগুলো তিনি ওয়াইফাই জোন হিসেবে গড়ে তুলবেন যাতে শিক্ষার্থীরা আধুনিক টেকনোলজি ব্যবহার করে পড়ালেখার মান উন্নয়ন করতে পারে।ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেওয়াতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ জেলা ও পৌর সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।রুবেলুর রহমান/এমজেড/এমএস
Advertisement