বিটুমিন আমদানির পর খালাসের আগে গুণগত মান যাচাইয়ের সুযোগ রেখে নীতিমালা সংশোধন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
Advertisement
গেজেটে বলা হয়েছে, এসআরও নম্বর ১৩৫ আইন/২০২১, আমদানি এবং রফতানি (নিয়ন্ত্রণ) আইন-১৯৫০-এর সেকশন-৩-এর সাব সেকশন-১ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮-এর কিছু সংশোধন এনে আদেশ জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরিশিষ্ট-১ এর নিয়ন্ত্রিত পণ্যের তালিকার ‘ক’ অংশের এইচ এস হেডিং নম্বর ২৭.২৩ এর বিপরীতে কলাম ২ ও ৩-এ উল্লেখিত এন্ট্রিসমূহের নিম্নরূপ এইচ এস হেডিং নম্বর এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে।
আদেশে আরও বলা হয়, ২৭.২৩-এর সকল এইচ এস কোডে, পেট্রোলিয়াম কোক এবং পেট্রোলিয়াম বিটুমিন ব্যতীত পেট্রোলিয়াম তেলের রেসিডিউলগুলোসহ সকল পণ্য আমদানি নিষিদ্ধ। তবে পেট্রোলিয়াম বিটুমিন আমদানির ক্ষেত্রে এইচ এস কোড নম্বর ২৭১৩.২০.১০ এবং ২৭১৩.২০.৯০ এর পণ্য খালাসের আগে ইহার গুণগত মান বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হতে পরীক্ষা করাতে হবে।
Advertisement
আইএইচআর/এআরএ/জেআইএম