দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফি-জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তারা হলেন- জয়পুরহাট জেলার রুহুল আমিন (৬৬), নওগাঁ জেলার রাঙ্গা চৌধুরী (৫৬) ও বগুড়া সদরের নামুজা এলাকার জামিল উদ্দিন (৬৫)। এদের মধ্যে রুহুল আমিন ও রাঙ্গা চৌধুরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও জামিল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, বুধবার (২৬ মে) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৫টি নমুনায় সাতজনের পজিটিভ এসেছে। এদের মধ্যে সদরে ছয়জন, বাকি একজন আদমদীঘি নতুন করোনায় আক্রান্ত।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫৯১ জন। মৃত্যু ৩১৩ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৩১৯ জন।

Advertisement

আরএইচ/জেআইএম