দেশজুড়ে

‘করোনা মোকাবিলায় আমেরিকার মতো দেশও পাগল হয়ে গেছে’

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘করোনা মোকাবিলায় আমেরিকার মতো দেশও পাগল হয়ে গেছে। এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও দিনে ৩-৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন। পাশের বাড়িতে আগুন না নিভলে, আমার বাড়িতেও আগুন নিভবেনা’।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পৌর শহরের নবীনগর এলাকায় খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে আমাদের চুক্তি ছিল। কিন্তু বর্তমানে তারা ভ্যাকসিন দিতে পারছে না। এখন চীন, রাশিয়া থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের মালিক খন্দকার আলখাছ প্রমুখ।

Advertisement

লিপসন আহমেদ/এসএমএম/জিকেএস