শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)’র ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকটির ট্রেডিং কোড হিসেবে ‘UCB’ (ইউসিবি) কার্যকর হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।এর আগে ব্যাংকটির ট্রেডিং কোড ছিল ‘UCBL’ (ইউসিবিএল)। তবে ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া ব্যাংকের শেয়ার লেনদেন সংক্রান্ত অন্য সব তথ্য আগের মতোই রয়েছে।২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ব্যাংকটি। হিসাব বছরে শেষে এর শেয়ারপ্রতি নিট মুনাফা (ইপিএস) দাঁড়ায় ৪ টাকা ৪২ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৬ টাকা ৯৩ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ২ টাকা ৫৪ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংকটি।১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩ কোটি ৯৩ লাখ টাকা।এসআই/আরএস/এমএস
Advertisement