আন্তর্জাতিক

দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকাই দিচ্ছে অন্টারিও

এক সপ্তাহ স্থগিত থাকার পর দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কানাডার অন্টারিও প্রদেশ। গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্যবিশেষজ্ঞরা অ্যাস্ট্রাজেনেকার টিকা সংক্রান্ত সর্বশেষ তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

রক্তজমাট বাঁধার (ব্লাড ক্লট) আশঙ্কার অভিযোগ ওঠার পর কানাডার অন্টারিওসহ বেশ কয়েকটি প্রদেশ প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত রাখে।

দেশটির স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য-উপাত্ত তারা বিশ্লেষণ করে দেখেছেন। এমনিতেই তো ব্লাড ক্লটের আশঙ্কা খুবই ক্ষীণ, সেই আশঙ্কা থাকে প্রথম ডোজ নেয়ার পরের প্রথম কয়েকদিন। দ্বিতীয় ডোজ নেয়ার পর আশঙ্কা অনেকাংশেই কেটে যায়। ফলে প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ আসলে রক্তজমাট বাঁধার আশঙ্কা অনেকাংশে কমিয়ে দেয়।

মার্চের ১০ থেকে ১৯ তারিখের মধ্যে যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, তারা এখন দ্বিতীয় ডোজের জন্য বুকিং দিতে পারবেন। যারা প্রথম ডোজ টিকা নেবেন- তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফাইজার ও মডার্নার টিকা আছে। ১২ বছরের উপরের যে কেউ যেকোনো এলাকায় এখন টিকার জন্য বুকিং দিতে পারবেন।

Advertisement

বিএ/এএসএম