ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাসের সংক্রমণ। রাজ্যটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। এ সময়ে মারা গেছেন ১৫৩ জন।
Advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে তিন হাজার ৪২৭ জনই উত্তর ২৪ পরগনার। কলকাতায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৭৮ জন। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত এক হাজার ১৫৪ জন।
এদিকে হাওড়া জেলা রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও নতুন সংক্রমিতের সংখ্যা এক হাজার ১৫৪ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ২০৩।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা প্রাণ কেড়েছে ১৫৩ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ৩৭ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা।
Advertisement
কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ১৫ জন, হাওড়ায় একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮২৭।
রাজ্যটিতে একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯ হাজার ৭১ জন। রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৯৯৯। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯.৫২ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৯৭৬ জনের।
বিএ/এএসএম
Advertisement