জাতীয়

চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ৯৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৭১ জনে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬ জন ও বিভিন্ন উপজেলার ৪৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমএইচআর/এমকেএইচ