দেশজুড়ে

আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীতে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। এতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নানের শহরের পুরান বাজারের বাসা পানিতে তলিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

Advertisement

বুধবার (২৬ মে) দুপুরে ছবিতে ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। নেতা হয়েও সাধারণ মানুষের মতো জীবন-যাপন করায় প্রশংসায় ভাসছেন আওয়ামী লীগের এই নেতা।

ছবিতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নানের টিনের বেড়া দিয়ে তৈরি বাসা পানিতে তলিয়ে রয়েছে। তিনি খাটে বসে পানিতে পা রেখে বসে আছেন। ঘরের আসবাবপত্র পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।

ছবিটিতে এমডি কাজি মাহমুদ নামের একজন লিখেছেন, ‘মুজিব প্রেমিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মান্নান চাচার বাসার অবস্থা দেখেন। বন্যায় তার বাসা প্লাবিত হয়েছে। এ মানুষটি দল করে জীবনে কিছু পায়নি আর কিছু আসাও করেনি। শুধু মানুষের সেবা করে গেছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় নেতার পাশে দাঁড়ানোর জন্য।’

Advertisement

সবুজ মৃধা লিখেছেন, ‘আজ তিনি সৎভাবে রাজনীতি করে বিধায় পানির মধ্যে বসবাস করতে হয়। অসৎভাবে রাজনীতি করলে দুই দালানের মালিক থাকতেন। তিনি এমন একজন মানুষ যে সৎভাবে থাকতে ও চলতে পছন্দ করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব এমন মানুষকে নেতা বানানো হোক।’

কাহানুর রহমান সুজন লিখেছেন, ‘তিনি সবসময় সাধারণের অসাধারণ। তার জন্য শুভ কামনা সবসময়।’

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নান বলেন, ‘বুধবার থেকে এখন পর্যন্ত বাসায় তিন-চারবার জোয়ারের পানি উঠেছে। পানিতে কাঠের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭০ সালে পটুয়াখালী সদর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করি। এখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি আর শেষ পর্যন্ত থাকতে চাই। সবসময় সৎভাবে সৎপথে সাধারণ মানুষকে নিয়ে চলতে চাই।’

Advertisement

এসআর/এমএস