অর্থনীতি

সূচকের ঊর্ধ্বমুখিতে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। ইতিবাচক ধারায় রয়েছে সব ধরনের সূচক। টাকার অংকে লেনদেনেও কিছুটা চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা পর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬৪৩ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭০ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ২৬৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) (বেলা ১২টা ৪মিনিট) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ টাকা।এসআই/আরএস/এমএস

Advertisement