খেলাধুলা

যে কারণে ম্যানেজার ইকবালকে জড়িয়ে ধরলেন ফুটবলাররা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার সকালের অনুশীলন শেষে হঠাৎই দেখা গেলো কয়েকজন ফুটবলার জড়িয়ে ধরেছেন ম্যানেজার ইকবাল হোসেনকে। বিপলু আহমেদ, সোহেল রানা, শহীদুল সোহেলরা বেশ উৎফুল্ল। কিন্তু কেন?

Advertisement

বিষয়টা সাধারণ। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ইকবাল হোসেন অনুশীলনের পর রসিকতা করে খেলোয়াড়দের বলেছিলেন, ‘মনে হয় আমার মাঠে নামতে হবে রে।’ বলতে না বলতেই খেলোয়াড়রা যেন তখনই ম্যানেজারকে মাঠে নামিয়ে ছাড়েন।

সাবেক তারকা মিডফিল্ডার বিষয়টি খুব উপভোগও করেছেন। অনুশীলনের পর ইকবাল হোসেন বলেন, ‘মাঠে নামতে হবে- দুষ্টমি করে কথা বলতে না বলতেই খেলোয়াড়রাও আমাকে জড়িয়ে ধরে দুষ্টমি করেছে।’

কাতার রওয়ানা হওয়ার আগে সম্ভবত বুধবারই ছিল জাতীয় দলের শেষ অনুশীলন। কারণ, বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। শেখ জামালের বিপক্ষে ম্যাচ খেলার পরদিন বাংলাদেশের উড়াল দেয়ার কথা কাতারের উদ্দেশ্যে।

Advertisement

আরআই/আইএইচএস/