মনের ইচ্ছা পূরণ হওয়ার উপায়এক ধনী ব্যক্তি একবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, ‘আমি যেদিন প্রথম শহরে আসি, তখন আমার পকেটে ছিল এক টাকা। একদিন এক বৃদ্ধা আমাকে বললেন, বেটা, তুই যদি তোর সব অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে। আমার কাছে এক টাকাই ছিল, আমি তাকে সেই টাকাটা দিয়ে দিলাম। ফলাফল, আজ আমি এই অবস্থানে।’
Advertisement
বক্তৃতা শেষে নিজের আসনে গিয়ে বসলেন লোকটি। এক বৃদ্ধা এসে তাকে বললেন, ‘বেটা, তুই যদি তোর সমস্ত অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে!’
****
সেলুনে যাওয়ার উপযুক্ত সময়বাড়ির পাশের সেলুনে গিয়েছেন কল্লোল সাহেব। নরসুন্দরকে বললেন-কল্লোল: আমার ছেলেটার দুই বছর বয়স। ওর চুল কাটাব। কখন নিয়ে এলে ভালো হবে, বলুন তো?নরসুন্দর: যখন ওর বয়স চার বছর হবে।
Advertisement
****
গালে কোথাও ফুটো হলো কি-না!দাড়ি কামানো শেষে অনন্ত জলিল বললেন-জলিল: আমাকে এক গ্লাস পানি দিন তো।নরসুন্দর: খুব পিপাসা পেয়েছে বুঝি?জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি-না!
এসইউ/এমকেএইচ
Advertisement