দেশজুড়ে

জোয়ারের পানিতে ডুবে জেলের মৃত্যু

ফেনীতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামে এক জেলের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ মে) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাদিউজ্জামান প্রায় ১০ বছর যাবত ফেনীর সোনাগাজীর বিভিন্ন স্থানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার দুপুরের দিকে তিনি ফেনী নদীর বাহির চর এলাকায় মাছ ধরতে যান। এক পর্যায়ে জোয়ারের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ।

চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, ‘নিহত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যমনগর উপজেলার বাসিন্দা। তিনি চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলীর দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে মারা যান।’

Advertisement

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।’

এসজে/এমকেএইচ