জাতীয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৩৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৪ জনে। একই সময়ে করোনা শনাক্ত হন ১৩৬ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮৭২ জনে।

Advertisement

বুধবার (২৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে একহাজার ১৩ নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৫ ও উপজেলার ৫১ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুই জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

একই সময়ে শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/জেএইচ/এমকেএইচ