ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনার পর জেলা পুলিশে কর্মরত ১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। তারা সবাই জেলা পুলিশের বিভিন্ন থানায় কর্মরত আছেন। তাদের মধ্যে অধিকাংশ সদর মডেল থানায় দায়িত্ব পালন করছিলেন।
Advertisement
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে এক আদেশে তাদের বদলি করা হয়। মঙ্গলবার (২৫ মে) বদলির আদেশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছেছে।
মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন এসআইদের বদলির আদেশের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এসআইদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে বিউটি রানী দাস, বজলুর রহমান খাঁন, মো. হুমায়ূন কবির, মো. আমির হামজা, এস. এম. আতিকুজ্জামান, মো. তোফাজ্জল হোসেনকে, বান্দরবান পার্বত্য জেলা পুলিশে তপু সাহা ও মোহাম্মদ জয়নাল আবেদীনকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশে মো. মতিউর রহমান ও মো. শাহ সাব খাঁনকে, লক্ষ্মীপুর জেলা পুলিশে মো. শফিকুল ইসলামকে, চাঁদপুর জেলা পুলিশে মো. মিজানুর রহমানকে এবং নোয়াখালী জেলা পুলিশে মো. নুরুল আমিনকে বদলি করা হয়েছে। এদের মধ্যে শফিকুল, মিজানুর ও নুরুল আমিনের বদলির ধরন প্রশাসনিক কারণ বলে উল্লেখ করা হয়েছে। আর বাকিদের বদলি জনস্বার্থে।
Advertisement
ওই আদেশে বদলি করা সকল এসআইদেরকে ২৯ মের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদানের জন্য ছাড়পত্র নিতে বলা হয়েছে। অন্যথায় ৩০ মে থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, ‘বদলির ধরনে জনস্বার্থে হলো- নিয়মিত বদলির অংশ। এক জায়গায় দীর্ঘদিন হয়ে গেলে নিয়মিত বদলি হিসেবে জনস্বার্থে বদলি করা হয়। আর প্রশাসনিক কারণে বদলি হলো- নিয়মিত বদলির সময় হয়নি।’
গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের পর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক ও উপ-পরিদর্শকদের পর্যায়ক্রমে বদলী করা হচ্ছে।
ইতিপূর্বে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন, পরিদর্শক ইশতিয়াক আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
Advertisement
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম