এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
Advertisement
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষস্থান অর্জন করেছি।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দেবে।’
Advertisement
আরআই/আইএইচএস/