ধাঁধা :১. ‘অর্ধচন্দ্র সমাকার দেহের গঠন। গাছপালা কাটে সে সদা সর্বক্ষণ।’- বলুন তো কে সে?২. ‘অনেক সাগর দেখলে ভাই জলে নানা রং। কোন সাগরে আছে বলো শুধু লাল রং।’- বলতে হবে কোন সাগরে? ৩. ‘অনেকেই খায় না কিছু লোকে খায়। বন্ধুদের না খাওয়ালে মানহানি হয়।’- বলুন তো কী খায়?৪. ‘অর্ধেক শরীর সোনার হলো, কে সে লোক ভেবে বলো।’- বলুন তো কে সে?উত্তর :১. কাস্তে২. লোহিত সাগর৩. সিগারেট৪. আনারসএসইউ/এমএস
Advertisement