জাতীয়

আমাদের পররাষ্ট্রনীতি নিজেরাই ঠিক করি : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কোন রাষ্ট্রদূত, কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা স্বাধীন দেশ। স্বাধীনভাবেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের পররাষ্ট্রনীতি নিজেরাই ঠিক করি।’

Advertisement

বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ইস্যুতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ বক্তব্য দেন।

এর আগে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ‘আমরা পাসপোর্টের পরিবর্তন সম্পর্কে অবগত আছি। এ সিদ্ধান্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশি পাসপোর্টে আগে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। অর্থাৎ এ পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।

সম্প্রতি ইস্যুকৃত কিছু ই-পাসপোর্টে দেখা গেছে, সেখানে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’ লেখা। অর্থাৎ ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ’। ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি অনুপস্থিত।

বিষয়টি স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ‘আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল নীতিতে বাংলাদেশ সরকার তার অবস্থান পরিবর্তন করেনি এবং দীর্ঘদিনের এ অবস্থানই ধরে রাখবে।’

জেডএইচ/এমএস

Advertisement