জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ১৮ জনেরই মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে। অবশিষ্ট ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়। এ সময়ে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Advertisement

মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ রাজধানী থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে যাওয়ার কারণে সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

গত সোমবার (২৫ মে) করোনায় আক্রান্ত হয়ে মোট ২৫ জনের মৃত্যু হয়। ওই দিনও মোট মৃত ২৫ জনের মধ্যে ছয়জনই ছিল চট্টগ্রাম বিভাগের।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ পর্যন্ত মোট মৃত ১২ হাজার ৪৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে সাত হাজার ১২৭ জন (৫৭ দশমিক ২৯ শতাংশ) এবং চট্টগ্রাম বিভাগে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এর আগেও মৃতের পরিসংখ্যানে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় স্থানে থাকলেও শতাংশের হিসেবে কিছুটা কম ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৪১ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

এমইউ/ইএ/এমএস

Advertisement