জাতীয়

এসিআর পাঠানোর সময় বাড়ল

করোনাভাইরাস মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এসিআর পৌঁছাতে হবে।

Advertisement

সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে সোমবার সময় বাড়িয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীরা এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে এসিআর পৌঁছানোর সময় আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য, বিষয়টি কেবল ২০২০ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Advertisement

আরএমএম/এসএইচএস/জিকেএস