পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। সোমবার (২৪ মে) রাতে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় এক হাজার জনের করোনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে পজিটিভ পেয়েছেন। তারা সেখানে একটি আলাদা ভবনে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, করোনা শনাক্ত ৫৭ জনের মধ্যে ৩৬ জন চীনা নাগরিক। করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশরই কোনো লক্ষণ নেই।
সোমবার (২৪ মে) পর্যন্ত পটুয়াখালী জেলায় দুই হাজার ২৬৮ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। জেলায় এখন পর্যন্ত দুই হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন ৯৪ জন ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। জেলায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে দেশী-বিদেশি কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। যাদের অধিকাংশই চীনা নাগরিক।
আরএইচ/জিকেএস