করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে তাকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
Advertisement
এবিপি লাইভের খবরে বলা হয়, তার অসুস্থতা দীর্ঘদিনের। কয়েক মাস আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারপর করোনাভাইরাসে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। পরে হোম আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছিল।
মঙ্গলবার সকাল থেকে তার অবস্থার অবনতি শুরু হয়। শরীরে অক্সিজেনের মাত্রা কমে দাঁড়িয়েছে ৮৬তে, যার স্বাভাবিক মাত্রা ৯০।
তার স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে প্রায় এক সপ্তাহ চিকিৎসার পর করোনামুক্ত হয়ে সোমবারই বাড়ি ফিরেছেন। আর মঙ্গলবার সকাল থেকেই বুদ্ধদেবের অবস্থার অবনতি হয়।
Advertisement
এমএইচআর/জেআইএম