এক মাসের বেশি সময় পর কিছুটা স্বস্তি ফিরেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নেমেছে। গত ১৪ এপ্রিলের পর প্রথমবার এমন ঘটনা ঘটল। খবর এনডিটিভির।
Advertisement
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার মানুষ। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লাখের বেশি।
তবে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও শঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।
দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুধুমাত্র তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্রে ২২ হাজার ১২২, কর্নাটকে ২৫ হাজার ৩১১ এবং কেরালায় ১৭ হাজার ৮২১। গত কয়েকদিনের তুলনায় এসব রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে।
Advertisement
এছাড়া অন্ধ্রপ্রদেশে দৈনিক সংক্রমণ ১৩ হাজারে কাছাকাছি। পশ্চিমবঙ্গেও একটু কমে ১৭ হাজারের ঘরে। ওড়িশাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আসামে আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি। বাকি সব রাজ্যে ৫ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।
দৈনিক আক্রান্ত কম হতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩৪ হাজার। বর্তমানে ভারতে সক্রিয় রোগী রয়েছে ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।
টিটিএন/জেআইএম/এএসএম
Advertisement