আইন-আদালত

বিধিনিষেধের ২৭ কার্যদিবসে সারাদেশে ৬১২ শিশুর জামিন

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়াল আবেদনের শুনানি নিয়ে গত ২৭ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালতে ৬১২ জন কারাবন্দি শিশু জামিন পেয়েছে।

Advertisement

সোমবার (২৪ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

গত ২৩ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১০৯টি ফৌজদারি মামলার ভার্চুয়াল শুনানি হয় এবং ১ হাজার ৭২২ জন আসামি জামিন পেয়েছেন।

Advertisement

গত ১২ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত মোট ২৭ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ৮৬ হাজার ৫২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪৫ হাজার ৮০২ জন আসামি জামিন পান।

আর এই ২৭ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬১২ জন।

এফএইচ/এমআরআর/জেআইএম

Advertisement