একাত্তরে মানবতাবিরোধী অভিযোগে গ্রেফতার মৌলভীবাজারের পাঁচ আসামির বিরুদ্ধে শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। ওইদিন মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।বুধবার এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউশন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেছেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও প্রসিকিউটর আবুল কালাম।এই মামলায় মোট আসামি পাঁচজন। গ্রেফতারকৃত দুই আসামি হলেন ইউসুফ আহমেদ (৭১) ও মো. উজের আহমেদ চৌধুরী (৬০)। অন্য তিন আসামি হলেন শামছুল হোসেন তরফদার (৬৫), নেসার আলী (৭৫), মোবারক মিয়া (৬৫)। এরা মৌলভীবাজার, রাজনগর থানা ও কলমগঞ্জ থানার অধিবাসী।প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, এই পাঁচ আসামির মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে সেইফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুণ্ঠণ, অগ্নিসংযোগ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগের বিষয়ে যথেষ্ট প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণাদি পাওয়া গেছে। বাকি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।এফএইচ/বিএ
Advertisement