দেশজুড়ে

সুনামগঞ্জে যুবক খুন : ভারতে পালানোর পথে গ্রেফতার ৩ বন্ধু রিমান্ডে

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা তাহিরপুরের শান্তিপুরে গলা কেটে এক যুবককে হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার পথে তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (২৪ মে) তাদের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

সোমবার দুপুরে তাহিরপুর জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করে প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ড চায় পুলিশ। পরে বিচারক তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সুনামগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের তৌহিদুল ইসলাম ভুঁইয়া, সীমান্তগ্রাম মাহারাম উত্তর পাড়ার আহসান হাবিব এবং একই গ্রামের সুলাইমান।

Advertisement

রোববার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের তাহিরপুর উপজেলার সীমান্তগ্রাম কড়ইগড়া রাজাই এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ

পুলিশ জানায়, গত শনিবার তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশের একটি টিম গোপনে তদন্ত শুরু করে। এক পর্যায়ে রোববার রাতে অবৈধভাবে ভারত পালানোর সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।

তাদের গ্রেফতারের পর তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেছিলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড এবং আরও কেউ জড়িত আছে কি-না সেই তথ্য জানতে পুলিশ আসামিদের সাতদিনের রিমান্ড চাইবে।’

প্রসঙ্গত, শনিবার জাহাঙ্গীরের গলাকাটা মরদেহ উদ্ধারের পর তার বাবা মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

লিপসন আহমেদ/এমআরআর/এমএস