দেশজুড়ে

ভারতে পালানোর পথে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গত শনিবার জাহাঙ্গীর আলম (২৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়। পরে এই ঘটনায় করা মামলার তিন আসামিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৩ মে) রাতে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তের কড়ইগড়া রাজাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের তৌহিদুল ইসলাম ভুঁইয়া, সীমান্তগ্রাম মাহারাম উত্তর পাড়ার আহসান হাবিব এবং একই গ্রামের সুলাইমান।

পুলিশ জানায়, গত শনিবার তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশের একটি টিম গোপনে তদন্ত শুরু করে। এক পর্যায়ে রোববার রাতে অবৈধভাবে ভারত পালানোর সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু।

Advertisement

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড এবং আরও কেউ জড়িত আছে কি-না সেই তথ্য জানতে পুলিশ আসামিদের সাতদিনের রিমান্ড চাইবে।’

প্রসঙ্গত, শনিবার জাহাঙ্গীরের গলাকাটা মরদেহ উদ্ধারের পর তার বাবা মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

লিপসন আহমেদ/এমআরআর/এমএস

Advertisement