দেশজুড়ে

কুমিল্লায় দুই সপ্তাহে সর্বনিম্ন করোনা শনাক্ত, মৃত্যু নেই

কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় সাতজনের। আক্রান্তের হার ৩ দশমিক ৮ শতাংশ। যা গত দুই সপ্তাহে সর্বনিম্ন।

Advertisement

গত দুই সপ্তাহের ফল বিশ্লেষণ করে দেখা যায়, ১০ থেকে ১৬ মে পর্যন্ত কুমিল্লায় করোনায় আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে মারা যান ১৫ জন করোনা রোগী। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সময়ে করোনায় আক্রান্তের হার কমে দাঁড়ায় ৮ দশমিক শূন্য ১ শতাংশে। মারা যান নয়জন।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও লকডাউনের ফলে কুমিল্লায় সংক্রমণ কমে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে সংক্রমণ আরও কমে আসবে।

এ পর্যন্ত কুমিল্লায় ৭৩ হাজার ১০৪টি নমুনার ফল আসে। আক্রান্ত হন ১২ হাজার ৬১৯ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৫ জন। আর মারা যান ৪২৪ জন।

Advertisement

এসজে