দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৯৫ নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এক হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯, শিবগঞ্জে তিন, গোমস্তাপুরে ছয় ও ভোলাহাটে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব এবং গোমস্তাপুর ও ভোলাহাটে অ্যান্টিজেন পরীক্ষায় ৯৫ জনের নমুনায় ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল থেকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।

এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।

Advertisement

এসএমএম/জেআইএম