রাজশাহীতে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় একদিনে জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (২৩ মে) বিকেল থেকে সোমবার (২৪ মে) বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তারা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে একজন ও ২২ নম্বর ওয়ার্ডে দুইজন মারা গেছেন। মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবঞ্জ জেলার বাসিন্দা। এদিকে সোমবার (২৪ মে) দুপুর পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৫৮ জন করোনা রোগী ভর্তি আছেন।
Advertisement
উপ-পরিচালক আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেয়া যাচ্ছে না হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশে ব্যাপক হারে করোনা বৃদ্ধি পাচ্ছে।
ফয়সাল আহমেদ/এসএমএম/এএসএম