ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু দেড়শোর উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১৫৬ জন। এদের মধ্যে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ৪৬ জন করে মারা গেছেন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে হয়েছে ১৮ হাজার ৪২২ জন।
Advertisement
রোববার (২৩ মে) সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৪ হাজার ৩৬৪ জন কোভিড রোগীর মারা গেছেন। ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা ও কলকাতা ছাড়া মুর্শিদাবাদে ১০, দক্ষিণ ২৪ পরগনায় ৮, বাকুঁড়া এবং হুগলিতে ৭ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।
এছাড়া দার্জিলিং, বীরভূম ও হাওড়ায় ৬ জন করে সংক্রমিত মারা গেছেন। নদিয়ায় ৫, উত্তর দিনাজপুরে ৪, জলপাইগুড়িতে ২, কোচবিহার, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা ও কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে তিন হাজার ৭৭১ ও তিন হাজার ৫৬ জন।
Advertisement
এছাড়া হুগলিতে ১ হাজার ৩১২, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ২৪৮, হাওড়ায় ১ হাজার ২৩৯, নদিয়ায় ১ হাজার ৯৫, পূর্ব মেদিনীপুরে ৭৮০, বাঁকুড়ায় ৭৪৯, পশ্চিম বর্ধমানে ৬৬৩, পূর্ব বর্ধমানে ৬১২, পশ্চিম মেদিনীপুরে ৬১৫, জলপাইগুড়িতে ৬৬২ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১২ লাখ ৬৭ হাজার ৯০ জন কোভিডে আক্রান্ত হলেন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে ৮২ হাজার ৫৮৫। এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ১৪৫টি। যদিও দৈনিক সংক্রমণের হার আগের দিনের থেকে কমে হয়েছে ২৭.২৮ শতাংশ। শনিবারের বুলেটিনে এই হার ছিল ২৮.৩৫ শতাংশে।
বিএ/এএসএম
Advertisement