ইয়েমেনে হোথি বিদ্রোহী ও আল কায়েদা সংশ্লিষ্ট উপজাতীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ জন এবং মার্কিন বিমান হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে।দুই দিনে মধ্য ইয়েমেনের কিফা অঞ্চলে শিয়াপন্থী হোথি বিদ্রোহী ও সুন্নিপন্থী উপজাতীয় যোদ্ধাদের সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। হোথি বিদ্রোহীরা উপজাতীয়দের নিয়ন্ত্রিত এলাকা দখল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।মধ্যাঞ্চলের আলবাইদা প্রদেশে হোথি বিদ্রোহীদের অগ্রগতি সেখানে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিফা অঞ্চলের বাসিন্দারা সেখানে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। সেখানকার আনসার আল শরিয়া হোথি বিদ্রোহীদের ঠেকাতে সেখানকার আল কায়েদা যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন অন্তত সাত আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। দক্ষিণ ইয়েমেনে ওই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র। - রয়টার্স
Advertisement