দেশজুড়ে

দ্বিতীয় ডোজ নেয়ার ৬ সপ্তাহ পর করোনায় আক্রান্ত এসিল্যান্ড

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মির্জাপুর উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৪২ দিন পর নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement

রোববার (২৩ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত এসিল্যান্ড জুবায়ের হোসেন জানান, গত কয়েকদিন ধরে তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন। রোববার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি প্রথম ডোজ এবং ১১ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা নেন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ৪২ দিন পর তিনি করোনা আক্রান্ত হলেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, টিকা গ্রহণ করলেই করোনা আক্রান্ত হবেন না, এমন নিশ্চয়তা নেই। তবে টিকা নেয়া ব্যক্তির করোনা পজিটিভ হলেও তেমন ক্ষতি হবে না।

এস এম এরশাদ/এএএইচ