রাজধানীর কদমতলী থানার জুরাইন আলম মার্কেট এলাকায় একটি একতলা ভবনের ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে নিয়ে আসা আমিনুল ইসলাম জানান, ১৮৬/১ জুরাইন আলমবাগ একটি বাসার ছাদের ঢালাই কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া ল্যাম্পপোস্টে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে তিনি শ্যামপুরের পাল পাড়া এলাকায় থাকতেন।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এআরএ/এমএস