খেলাধুলা

সমালোচনার জবাব দিলেন মাশরাফি

বিপিএলের শুরুতেই বলাবলি হচ্ছিলো, ভালো দল গড়তে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের মালিক পক্ষ থেকেও সরাসরি দল নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল; কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথে এসে মাশরাফির জাদুকরী ছোঁয়ায় কুমিল্লাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। এমন পারফরমেন্সের কারণ হিসাবে অধিনায়ক মাশরাফি জানান, কাগজে কলমে ভালো না হলেও, দল হিসাবে মাঠে ভালো খেলাকে গুরুত্ব দেন তারা। আর এটাই হলো তার জয়ের মূলমন্ত্র।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমি বড় দলে কখনোই বিশ্বাসী নই। তবে একটা ভারসাম্যপূর্ণ দল সব সময়ই দরকার হয়। যাতে সব বিভাগে সমানভাবে খেলা যায়। হাই প্রোফাইল দল দেখে আসলে কখনো ক্রিকেট খেলা যায় না। আমাদের দলের সবার সামর্থ্য আছে পারফর্ম করার। সেটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আমি শুধু এটাই দলের সবাইকে বলে দিয়েছি।”মাঠে হার জিত থাকবেই। এটা ভালো করেই জানেন মাশরাফি। সঙ্গে নিজেদের প্রক্রিয়াটা ঠিক থাকলে সবকিছুই অর্জন সম্ভব বলে জানান কুমিল্লার অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাগ্য সঙ্গে আছে বলে ভালো পথে আছি আমরা। একটা-দুটা ম্যাচ হেরে যেতে পারি। এটা হতেই পারে। তা বড় কোনো বিষয় নয়। আমাদের প্রক্রিয়া ঠিক আছে কি না, মাঠে কে ভালো খেলছে কে কি করছে এটাই গুরুত্বপূর্ণ। ঢাকা, রংপুর সিলেট কাগজে কলমে ভালো হতে পারে কিন্তু কাজটা আমাদেরকেই করতে হবে।’ তবে দলের ইনজুরি সমস্যা নিয়ে চিন্তিত মাশরাফি। রাব্বি, সান্তোকির সঙ্গে নিজেও পুরো ফিট নন মাঠে নামার জন্য। এছাড়া বিদেশিদের আসা যাওয়াও একটা বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও দলকে সঠিকভাবে সাজাতে পারেননি বলে জানান ম্যাশ। তবে সবকিছুই সবাই ইতিবাচক হিসাবে দেখছেন বলে দল ভালো পারফরম্যান্স করছে বলে জানান দেশ সেরা এই পেসার।আরটি/আইএইচএস/এমএস

Advertisement