দেশজুড়ে

ভৈরবে সিমেন্টের বস্তা চাপায় দুই শ্রমিক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে সিমেন্টের বস্তার সারির নিচে চাপা পড়ে মুসলিম মিয়া (৪০) ও মিলন মিয়া (৩২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।বুধবার বিকেলে পুরাতন ফেরিঘাট এলাকার প্রগতি পরিবহন নামের ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে এ হতাহতের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে সিমেন্টের বস্তা গুদামে আনলোড করছিল শ্রমিকরা। এ সময় সিমেন্টের একটি সারি হঠাৎ শ্রমিকদের উপরে পড়লে সাত শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে যায়। এ সময় অন্তত সাত শ্রমিক গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মুসলিম মিয়া ও মিলনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহতদের মধ্যে মালেক (৫০), মোবারক (৩০) ও হেফজু মিয়াকে (৩৮) গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বুলবুল আহম্মেদ জানান, শ্রমিকরা ভারি বস্তুর নিচে চাপা পড়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।আসাদুজ্জান ফারুক/এআরএ/এমএস

Advertisement