রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামে যাওয়ায় ফাঁকা ফ্ল্যাট/বাড়িতে গ্রেফতার ডাকাতরা একত্রিত হয়ে গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতি করতেন।
Advertisement
গ্রেফতাররা হলেন- মো. টিটু সরদার (৩৬), মো. সোহেল শেখ (২৬), মো. আনোয়ার হোসেন (২৭), মো. সুমন (২৫), মো. নুর হোসেন (২৫) এবং মো. মিলন হোসেন চৌকিদার (২৬)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, একটি লোহার রড, তিনটি লাঠি উদ্ধার করা হয়।
রোববার (২৩ মে) দুপুরে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়ীবাঁধ রোডের তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং এক সঙ্গে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বর্তমানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে অবস্থানের কারণে অধিকাংশ ফ্ল্যাট/বাড়ি ফাঁকা এবং অন্যান্য সময়ের তুলনায় কম মানুষ রয়েছে। মূলত এই সুযোগ কাজে লাগিয়ে রাতের বেলায় তারা একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কোনো ফাঁকা ফ্ল্যাট/বাড়িতে ডাকাতি করবে তা দিনের বেলায় এক বা একাধিক দলে বিভক্ত হয়ে রেকি করতেন। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
টিটি/এআরএ/এমএস
Advertisement