সাহিত্য

স্ফুলিঙ্গের আত্মকথন ও অন্য কবিতা

আবু আফজাল সালেহ

Advertisement

স্ফুলিঙ্গের আত্মকথন

মানুষের নিশ্বাসে দুর্গন্ধআস্থাগুলো দগ্ধ ক্লান্ত কুহু-কুহুসিঁদুরে রামধনু বিপদ নেমে আসছে ধীরে।আমার কিছু বলার আছে, সে সুযোগ দাও,বন্দুক ও গুলি আমারই তৈরিনাগাসাকি-হিরোশিমার বোমাও আমার তৈরি।আমারও কিন্তু শক্তি আছেস্পর্শবিহীন শক্তিকৃষ্ণচূড়ার মতো রক্তজবার মতো শক্তি নিয়ে আমি স্ফুলিঙ্গতোমাদের নিশ্বাসে দুর্গন্ধব্যাঙের মতো নিরীহ মুখে কপটতা তোমাদেরমন আর মুখ রেললাইনের মতো সমান্তরাল।বি-বাড়িয়া এখন তপ্ত মশুলঢাকার খেলার মাঠে কালোধোঁয়ামেঘনা-কর্ণফুলীতে লাশ তেলরামপাল মরীচিকা সুন্দরবন আগুন।

আমি বলতে চাই, আগেও শুনতে চাওনিআমি স্ফুলিঙ্গ ঘর্ষণ থেকেই সৃষ্টি হইতারপরেই রেখে দেই পোড়ামাটি ছাই গন্ধহিরোশিমা নাগাসাকি বাগদাদতোমাদের মনে নেই?‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে’প্রকৃতিও প্রতিশোধপরায়ণ।

Advertisement

****

ক্ষমতা ও পাগলাঘোড়া

ক্ষমতা দেবতাতুল্যক্ষমতাবানরা শুধু নিজেরই খোঁজ রাখেশুধু বোঝে ক্ষমতার প্রয়োগ-অপপ্রয়োগ।সীমাবদ্ধতাগুলো কিন্তু কুয়োর ব্যাঙের মতোই নিরীহচিরন্তন মূলস্রোতে ফিরে আসার প্রতীক্ষার শেষ সময়দেখা হয় না বারবার।তবুও ক্ষমতা ছোটে পাগলাঘোড়ার ন্যায়।

এসইউ/এমকেএইচ

Advertisement