কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রবাসে দেশের প্রথম অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারাল। সিঙ্গাপুর থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন টেলিফোনে এ কথা জানান।রাষ্ট্রপতি বর্তমানে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর রয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘এটা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।একে/আরআইপি
Advertisement