জাতীয়

মোবাইল বন্ধক নিয়ে ইয়াবা বিক্রি

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা দিদার হোসেন (২৩)। তার পরিচয় তিনি ইয়াবার খুচরা বিক্রেতা। ইয়াবা সেবনকারীদের একেবারে টাকা না থাকলে তার কাছে মোবাইল বন্ধক রেখে ইয়াবা নেয়া যায়। চার-পাঁচদিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে সেই মোবাইল বিক্রি করে দেন তিনি।

Advertisement

রোববার (২৩ মে) ভোররাতে আগ্রাবাদের ব্যাপারী পাড়া এলাকা থেকে ব্যতিক্রমধর্মী এই ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ইয়াবা সেবনকারীদের কোনো কারণে টাকা না থাকলে তারা মোবাইল বন্ধক রেখে গ্রেফতার দিদারের কাছ থেকে ইয়াবা ক্রয় করেন। প্রতিটি মোবাইল বন্ধকের বিপরীতে দুটি বা মোবাইল একটু দামি হলে চারটা পর্যন্ত ইয়াবা তার কাছ থেকে নেয়া যায়। ৩৩টি মোবাইল এবং ৪৩ পিস ইয়াবাসহ গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন দিদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘থানার ব্যাপারী পাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মোবাইল ও ইয়াবাসহ এক খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।’

Advertisement

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আজ (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি

মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ