অর্থনীতি

শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের মূল্যহ্রাস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে প্রধান সূচকের পাশাপাশি হ্রাস পেয়েছে দেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। তবে উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে মোট ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত আছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি টাকা।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৩১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩৮০ পয়েন্টে, সিএএসপিআই সূচক দশমিক শূন্য ৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত আছে ২৯টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ কোটি ১০ লাখ টাকা। এসআই/এসএইচএস/আরআইপি

Advertisement