আইন-আদালত

সবাইকে ধন্যবাদ জানালেন রোজিনার স্বামী মিঠু

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিন পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। রোববার (২৩ মে) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Advertisement

মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘রোজিনা ইসলাম গ্রেফতারের পর সারাদেশের মানুষ প্রতিবাদ করেছেন। তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিশেষ করে সাংবাদিকরা সবসময় মাঠে ছিলেন। আজ রোজিনা জামিন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবাইকে ধন্যবাদ জানানাই।’

তিনি আরও বলেন, ‘রোজিনার জামিনে আদালতে পাসপোর্ট জমা দেয়ার শর্ত দেয়া হয়েছিল। এখন আইনজীবীর মাধ্যমে তা জমা দেয়া হয়েছে।’

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

Advertisement

বিচারক জামিন আদেশে বলেন, ‘পাঁচ হাজার টাকা মুচলেকায় তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এ ছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে।গণমাধ্যম ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি।’

এর আগে বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন।

আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেন।

রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

Advertisement

সচিবালয়ে দীর্ঘক্ষণ আটকে রাখার পর সোমবার (১৭ মে) রাত ৯টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় আনা হয়। তার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে মন্ত্রণালয়।

এমএমএ/ইএ/জিকেএস