দেশজুড়ে

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিক অবরুদ্ধ

কুমিল্লার লাকসামে ভুল অপারেশনে নাছিমা বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায়কে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। বুধবার ভোরে লাকসাম পৌর সদরের রংপুর পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে। প্রসূতির মৃত্যু হলেও নবজাতকটি জীবিত রয়েছে। নিহত নাছিমা লাকসাম উপজেলার কান্দিরপাড় চেঙ্গাচাল গ্রামের আরবের রহমানের স্ত্রী। প্রসূতির ভাই সুজন ও চাচা আবুল কাশেম জানান, নাছিমা বেগমের প্রসব ব্যাথা শুরু হলে সন্ধ্যায় তাকে রংপুর পলি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ওই প্রসূতির অপারেশন করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর বিষয়টি গোপন রেখে তাকে উন্নত চিকিৎসার নামে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা প্রেরণ করা হয়। কিন্তু নবজাতক শিশুটিকে ওই ক্লিনিকে রেখে হয়। ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায় সংবাদিকদের জানান, অপারেশন সঠিকভাবে হয়েছিল। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর প্রসূতির পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে। লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।কামাল উদ্দিন/এআরএ/এমএস

Advertisement