আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে করোনা শনাক্ত কমলেও মৃত্যু আগের মতোই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর দৈনিক সংখ্যা ফের দেড়শ ছাড়াল। তবে ১৫ দিন পর আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের নিচে নেমেছে। যদিও দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৩৫ শতাংশে। সেই সঙ্গে এর মোট হারও ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে ১০.৫৩ শতাংশে।

Advertisement

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৩ এবং কলকাতায় ৪১ জন মারা গেছেন। অন্যদিকে, হাওড়ায় ১০, জলপাইগুড়ি এবং নদিয়াতে ৮ জন করে মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ভারতের এ রাজ্যে ১৪ হাজার ২০৮ জনের করোনায় মৃৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। গত ১৫ দিন পর এই প্রথম তা ১৯ হাজারের কম হয়েছে।

Advertisement

সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে লকডাউন জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে কোভিড টেস্ট এবং টিকাদানও করা হচ্ছে।

এমএইচআর/জেআইএম