আন্তর্জাতিক

‘করোনা দেবী’র মন্দির বানিয়ে চলছে রোগমুক্তির আরাধনা

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দিন দিন দেশটিতে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে ভারত সরকার।

Advertisement

এই যখন অবস্থা, তখন দেশটিতে তৈরি হলো করোনা দেবীর মন্দির। সেখানে বসানো হলো করোনা দেবীর মূর্তি।

ঘটনাটি তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামে। কয়েম্বটুর থেকে কামাতচিপুরম গ্রামে তৈরি হয়েছে এই মন্দির। সেখানে চলছে পূজা। পূজা শেষ হলে সেখানে হবে বিশেষ আরাধনা পর্ব।

ওই মন্দিরের মূর্তিটি গ্রানাইট পাথরের। তার এক হাতে ত্রিশূল এবং গায়ে লাল টুকটুকে শাড়ি। স্থানীয়দের বিশ্বাস দেবীই এই মহামারির হাত থেকে বাঁচাবেন।

Advertisement

এদিকে ভারতে কঠোরভাবে করোনা বিধিনিষেধ পালনের পরামর্শ দেয়া হয়েছে। এই অবস্থায় পূজার আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে দেবীর পূজার দায়িত্বে থাকা সেবাইতরা জানালেন, শুধুমাত্র পুরোহিত এবং দায়িত্বপ্রাপ্তরা সেখানে প্রবেশের অনুমতি পাবেন। বাকিদের বাইরে থেকে দর্শনের অনুমতি দেয়া হয়েছে।

মন্দিরের ম্যানেজার আনন্দ ভারতী বলেন, ‘রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচতে দেব-দেবীর শরণাপন্ন হওয়া বহু বছরের রীতি। এর একটি উদাহরণ-প্লেগ মন্দিরের স্থাপন। বিংশ শতাব্দীর শুরুতে তামিলনাড়ুতে প্লেগ ছড়িয়ে পড়ে। তখন সেই মন্দির স্থাপন করা হয়।’ সূত্র : জিনিউজ, কলকাতা২৪

জেডএইচ/এমকেএইচ

Advertisement